২৭ জুন, ২০২৪ ১২:১৯

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর আঘাতের হুমকি ইসরায়েলের

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট তার ওয়াশিংটন সফরকালে জানিয়েছেন, ইসরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না। তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে হিজবুল্লাহর ওপর ‘ধ্বংসযজ্ঞ’ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার তার এই সফর শেষ হয়েছে। সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, তবে সব পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি। হিজবুল্লাহ ভালো করেই জানে যে যদি যুদ্ধ শুরু হয়, আমরা লেবাননে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারি।’

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় ধারাবাহিক বিধ্বংসী হামলা চালাচ্ছে। এরপর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে।

গ্যালান্ট দাবি করেছেন, সাম্প্রতিক মাসগুলোয় ইসরায়েল ৪০০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর