২৭ জুন, ২০২৪ ১৮:২১

জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬

অনলাইন ডেস্ক

জেনিনে বোমা বিস্ফোরণে ইসরায়েলি সেনা নিহত, আহত ১৬

নিহত ইসরায়েলি সেনা

পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় জেনিন শরণার্থী শিবিরে রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় এক ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত সেনার নাম ক্যাপ্টেন অ্যালন স্যাকগিউ (২২)। তিনি কাফির ব্রিগেডের হারুভ পুনরুদ্ধার ইউনিটের স্নাইপার টিমের কমান্ডার ছিলেন।

বৃহস্পতিবার ভোরে শহর ও সংলগ্ন শরণার্থী শিবিরে হামাস নেটওয়ার্কের সদস্যদের গ্রেফতার বা হত্যার লক্ষ্যে জেনিনে রাতভর অভিযান চালাচ্ছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এ সময় এই ঘটনা ঘটে। 

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, মেডিকেল ফোর্সের ব্যবহৃত একটি প্যান্থার আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) অপারেশন চলাকালীন জেনিনের একটি রাস্তার নীচে পুঁতে রাখা বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। মধ্যরাতে বিস্ফোরণটি এপিসির ভেতরে থাকা সৈন্যদের সামান্য আহত করে।

অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহত সৈন্যদের সরিয়ে নেওয়ার কাজ করছিল। এ সময় আরেকটি বোমা বিস্ফোরিত হয়, যা স্যাকগিউয়ের মৃত্যু এবং অতিরিক্ত সৈন্যদের আহত হওয়ার কারণ হয়। সব মিলিয়ে ১৬ জন সেনা আহত হয়েছেন বোমার আঘাতে, যাদের মধ্যে একজন গুরুতর ও পাঁচজন মাঝারি আহত হয়েছেন।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ হামলার দায় স্বীকার করেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর