২৮ জুন, ২০২৪ ১৭:৪৩

ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবি, তিন জনকে সাজা দিল সিঙ্গাপুর

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্নের দাবি, তিন জনকে সাজা দিল সিঙ্গাপুর

ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে র‌্যালি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিতে যাওয়ায় তিন মানবাধিকার কর্মীকে অভিযুক্ত করেছে সিঙ্গাপুর।

অন্য দেশের সমর্থনে যেকোনো ধরনের প্রতিবাদ ও প্রতিবাদ সভা নিষিদ্ধ সিঙ্গাপুরে।  

আর গাজা সংঘাত সিঙ্গাপুরকে ফেলেছে দোটানায়। কারণ দেশটির অনেক বাসিন্দাই মুসলিম, বিপরীতে ইসরায়েলের সাথে সিঙ্গাপুরের সম্পর্ক ভালো।

যে কারণে সিঙ্গাপুর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ না করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।

তবে এই আদেশ উপেক্ষা করে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭০ জন মানুষের একটি দল মিছিল করে।

সেই দলটিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থামিয়ে দেয়া হয়। এসময় তারা ১৪০টি চিঠি হস্তান্তর করে।

সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমতি ছাড়া অধিকার কর্মী আন্নামালাই কোকিলা, সিটি আমিরাহ মোহামেদ আসরোরি ও মোসাম্মাদ সোবিকুন নাহার ওই অনুষ্ঠান আয়োজন করেছেন। 

এ জন্য তাদেরকে সাড়ে ৭ হাজার ডলার জরিমানা করা হতে পারে, অন্যথা তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ডও হতে পারে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর