শিরোনাম
২৯ জুন, ২০২৪ ২২:০৩

মমতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

দীপক দেবনাথ, কলকাতা

মমতার বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যটি রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন বলে জানা গেছে। 

গত বৃহস্পতিবার রাজ্যের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে মমতা বলেছিলেন, সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে নারীরা তার কাছে অভিযোগ করেছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। 

উল্লেখ্য সদ্য বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূলের দুই বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়ত হোসেন সরকার। কিন্তু এখনও পর্যন্ত তারা বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি। রাজ্যপাল রাজভবনে তাদের উভয়কে ডাকলেও বিধায়কদের দাবি বিধানসভাতে এসে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাতে হবে। ফলে দুই পক্ষের টানাপড়েনে স্থগিত হয়ে রয়েছে শপথ বাক্য। এমন অবস্থায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য 'আমার বিধায়করা এক মাস ধরে বসে আছেন। মানুষ নির্বাচন করেছে। ওর কি অধিকার আছে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, বলে আমাকে অভিযোগ করেছেন।'  আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই মানহানির মামলা রাজ্যপালের। 

মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের কড়া নিন্দা করে রাজভবনের তরফে জানানো হয়, গত ২১ জুন নির্বাচিত দুই বিধায়ককে জানানো হয় যে ২৬ জুন দুপুর সাড়ে বারোটায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কিন্তু ২৪ জুন সায়ন্তিকা চিঠি দিয়ে রাজ্যপালকে জানান বিধানসভার স্পিকারের সামনেই তিনি শপথ নিতে চান। 

২ মে রাজভবনে এক অস্থায়ী নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজভবনের মধ্যে। ওই নারী সরাসরি অভিযোগ তুলেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। যা নিয়ে তুমুল সোরগোল পড়েছিল গোটা রাজ্য জুড়ে। এরপরই মমতার বক্তব্য ছিল 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাবেন না প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন।' এরপর একাধিকবার এই প্রসঙ্গটি উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল রাজভবনের ভিতরে যেতে অনেকেই এখন ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও সে সময় তার প্রবল সমালোচনা করেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তব্য ছিল একজন জনপ্রতিনিধির কখনো ভুল ও কুৎসা রটনা তৈরি করা উচিত নয়। 

 


দীপক দেবনাথ, কলকাতা


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যটি রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেন বলে জানা গেছে। 


গত বৃহস্পতিবার রাজ্যের সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে মমতা বলেছিলেন সাম্প্রতিক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মহিলারা তার কাছে অভিযোগ করেছেন যে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। 


উল্লেখ্য সদ্য বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূলের দুই বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং রায়ত হোসেন সরকার। কিন্তু এখনও পর্যন্ত তারা বিধায়ক হিসেবে শপথ নিতে পারেন নি। রাজ্যপাল রাজভবনে তাদের উভয়কে ডাকলেও বিধায়কদের দাবি বিধানসভাতে এসে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাতে হবে। ফলে দুই পক্ষের টানাপোড়নে স্থগিত হয়ে রয়েছে শপথ বাক্য। এমন অবস্থায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য 'আমার বিধায়করা এক মাস ধরে বসে আছেন। মানুষ নির্বাচন করেছে। ওর কি অধিকার আছে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, বলে আমাকে অভিযোগ করেছেন।'  আর মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এই মানহানির মামলা রাজ্যপালের। 


মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের কড়া নিন্দা করে রাজভবনের তরফে জানানো হয়, গত ২১ জুন নির্বাচিত দুই বিধায়ককে জানানো হয় যে ২৬ জুন দুপুর সাড়ে বারোটায় রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে কিন্তু ২৪ জুন সায়ন্তিকা চিঠি দিয়ে রাজ্যপালকে জানান বিধানসভার স্পিকারের সামনেই তিনি শপথ নিতে চান। 


অতি সম্প্রতি (২ মে) রাজভবনে এক অস্থায়ী নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজভবনের মধ্যে। ওই নারী সরাসরি অভিযোগ তুলেছিলেন রাজ্যপালের বিরুদ্ধে। যা নিয়ে তুমুল সোরগোল পড়েছিল গোটা রাজ্য জুড়ে। এরপরই মমতার বক্তব্য ছিল 'রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাবেন না প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন।' এরপর একাধিকবার এই প্রসঙ্গটি উত্থাপন করে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল রাজভবনের ভিতরে যেতে অনেকেই এখন ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেও সে সময় তার প্রবল সমালোচনা করেছিলেন রাজ্যপাল। রাজ্যপালের বক্তব্য ছিল একজন জনপ্রতিনিধির কখনো ভুল ও কুৎসা রটনা তৈরি করা উচিত নয়। 

আর এবার একেবারে সরাসরি মানহানের মামলা ঠুকলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর