১ জুলাই, ২০২৪ ০৮:১৬

লেবাননে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর ড্রোন হামলা, ১৮ ইসরায়েলি সেনা আহত

অনলাইন ডেস্ক

লেবাননে হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহর ড্রোন হামলা, ১৮ ইসরায়েলি সেনা আহত

ইসরায়েলি হামলার পর লেবাননের একটি গ্রাম থেকে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা যায়

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, রবিবার গ্যালিলি ও উত্তর গোলানে হিজবুল্লাহ একাধিক ড্রোন পাঠায়, যার মধ্যে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে।

গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে যে, রবিবারের হামলা লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণের জবাবে করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হলে, পরের দিন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে। যুদ্ধের শুরুর দিকে সীমিত আকারে হামলা চললেও, সাম্প্রতিক মাসগুলোতে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহ হামলা থামাতে না পারলে, তারা লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৭ হাজার ৯০০ জনে।

এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৭ হাজার ফিলিস্তিনি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর