১ জুলাই, ২০২৪ ১২:১১

ঝর্ণার পানিতে ভেসে গেল একই পরিবারের সাতজন!

অনলাইন ডেস্ক

ঝর্ণার পানিতে ভেসে গেল একই পরিবারের সাতজন!

স্রোত তাদের টেনে নিয়ে যায়

ভারতের মুম্বাইয়ের কাছাকাছি লুনাভালা ঝর্ণার পানিতে ভেসে গেছেন একই পরিবারের সাতজন। এ ভয়াবহ দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। পরিবারটি সাহায্যের জন্য চিৎকার করলেও পানির প্রবল স্রোতের কারণে কেউ তাদের সাহায্য করতে পারেনি। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভেসে যাওয়া সাতজনের মধ্যে মাত্র দুইজন সাঁতরে বাঁচতে পেরেছেন। 

রবিবার মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরে ওই পাহাড়ি অঞ্চলে পিকনিক করতে গিয়েছিল পরিবারটি। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের খুঁজতে আজ সোমবার আবারও অভিযান চালানো হবে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, ঝর্ণাটি ভুসি ড্যামের কাছে অবস্থিত। বর্ষা মৌসুমে অনেক পর্যটক এখানে আসেন। তবে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ড্যামটি উপচে পড়ে, ফলে ঝর্ণার পানিও স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়।

পানিতে ভেসে যাওয়ার আগে পরিবারটি একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ সবাই নিচে পড়ে যায় এবং স্রোত তাদের টেনে নিয়ে যায়। সেই মুহূর্তে তাদের কিছুই করার ছিল না।

পুলিশ জানিয়েছে, পরিবারটি ঝর্ণার মাঝে পা পিছলে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর তারা জলাধারের পানিতে ডুবে যান। এই ভয়াবহ ঘটনার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর