১ জুলাই, ২০২৪ ১২:২৫

ইসরায়েলি সেনাদের ওপর তুলকারেম ব্রিগেডের হামলা

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাদের ওপর তুলকারেম ব্রিগেডের হামলা

গাজায় ইসরায়েলি সেনাদের গোলাগুলির একটি মুহূর্ত

গাজার তুলকারেমের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলিবাহিনীর ওপর হামলার দাবি করেছে তুলকারেম ব্রিগেড। 

ইসরায়েলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, অভিযান চালানোর সময় সেনাবাহিনীর একটি সামরিক যান বোমার উপর দিয়ে চলে যায়। ওই সময় ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালায়। 

এক্সে ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টকৃত ভিডিওতে তুলকারেমের ভবন থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে।

এর আগে ইসলামিক জিহাদ জনায়, ইসরায়েলি অভিযানে তাদের একজন যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আরও পাঁচজন আহত হয়েছে। এরপর ইসরায়েলি সেনাদের ওপর হামলার এই ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েলি বাহিনী গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালামিয়াকে মুক্তি দিয়েছে। আল জাজিরার একজন সংবাদদাতা এই তথ্য নিশ্চিত করেছেন।

আবু সালামিয়াকে গত বছরের নভেম্বর ইসরায়েলি সামরিক অভিযানের সময় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গ্রেফতার করা হয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর