২ জুলাই, ২০২৪ ১৬:০৯

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, পশ্চিম তীরের নুর শামস ক্যাম্পে অভিযানের সময় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পেতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে আহত তাদের এক সেনা কর্মকর্তা (সার্জেন্ট) মারা গেছেন।

তুলকারামের ওই অভিযানের সময় প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের সামরিক বাহন লক্ষ্য করেও হামলা চালায়। 

আইইডি বিস্ফোরণের ওই ঘটনায় ইসরায়েলের ডুভডেভান কমান্ডোর আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। 

ইসরায়েলি সামরিক বাহিনীর ওই রিপোর্টে বলা হয়েছে, কয়েক কেজি বিস্ফোরক বোঝাই নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা ওই আইইডি ইসরায়েলের গাড়ি যাতায়াত করার রাস্তায় পেতে রাখা হয়েছিল। ওই রাস্তা দিয়ে সাজোয়াযানটি যাওয়ার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেনাদের বহনকারী গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।   

তবে রিজার্ভ ফোর্সের নিহত ওই কমান্ডারে পরিচয় প্রকাশ করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর