৪ জুলাই, ২০২৪ ১৮:২৭

কুয়েতে ৪৫০ অভিবাসী গ্রেফতার

অনলাইন ডেস্ক

কুয়েতে ৪৫০ অভিবাসী গ্রেফতার

প্রতীকী ছবি

কুয়েতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষে ৪৫০ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সময়সীমা শেষ হওয়ার পরপরই সোমবার ভোরে কুয়েতের ছয়টি গভর্নরেটে চালানো অভিযানে দেশটির আবাসিক নিয়ম লঙ্ঘনকারী প্রায় ৪৫০ জনকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্র্যাকডাউনের পরে অবৈধ বাসিন্দাদের লক্ষ্য করে আরও বড় আকারের নিরাপত্তা অভিযান চালানো হবে। এতে যারা কর্তৃপক্ষের দেওয়া সাধারণ ক্ষমা ব্যবহার করতে ব্যর্থ হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হবে।

রেসিডেন্সি লঙ্ঘনকারীদের চার দিনের মধ্যে কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসের সাথে সমন্বয় করে ফেরত পাঠানো হবে। এর আগে যাদের পাসপোর্ট নেই তাদের ভ্রমণ নথি ইস্যু করা হবে। তাদের আজীবনের জন্য কুয়েতে পুনঃপ্রবেশ এবং পাঁচ বছরের জন্য অন্যান্য গাল্ফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) দেশে প্রবেশ নিষিদ্ধ করা হবে। জিসিসি দেশগুলো হল-বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সূত্র: মিডল ইস্ট মনিটর, গাল্ফ নিউজ

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর