৫ জুলাই, ২০২৪ ১৪:১৬

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতলেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন

অনলাইন ডেস্ক

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতলেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন

জেরেমি করবিন

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেও জয় পেয়েছেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। ১৯৮৩ সাল থেকে ইসলিংটন নর্থ আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন করবিন। তবে, এবারই প্রথম লড়েছেন স্বতন্ত্র হিসেবে। 

নির্বাচনে লেবার পার্টির প্রার্থী প্রফুল নারগান্দকে প্রায় আট হাজার ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।

২০১৯ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত করবিন লেবার পার্টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল করার পর তিনি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। সেই লেবার পার্টি গতকাল বৃহস্পতিবারের নির্বাচনে বিপুল জয় পেয়েছে।  

একটি মানবাধিকার সংস্থার তদন্তে দাবি করা হয়, করবিনের নেতৃত্বে লেবার পার্টির মধ্যে ইহুদিবিদ্বেষমূলক বক্তব্য বেশি বেশি হয়েছিল। তবে এই দাবি পুরোপুরি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। এরপরই ২০২০ সালে লেবার পার্টি থেকে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়।

ইকুয়ালিটি অ্যান্ড হিউম্যান রাইটস কমিশন দাবি করেছিল, করবিনের দায়িত্ব পালনকালে লেবার পার্টির মধ্যে সাম্যের নীতি ভেঙে পড়েছিল।

করবিন তখন বলেছিলেন, ‘রাজনৈতিক কারণে ইহুদিবিদ্বেষ’ নিয়ে নাটকীয় রকমের বাড়াবাড়ি করা হচ্ছিল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর