৫ জুলাই, ২০২৪ ১৪:৫৬

রাজনীতিকে জনসেবায় ফেরাতে হবে : কিয়ার স্টারমার

অনলাইন ডেস্ক

রাজনীতিকে জনসেবায় ফেরাতে হবে : কিয়ার স্টারমার

কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কিয়ার স্টারমার। পার্লামেন্টে ৩২৬ আসনের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন থাকলেও, স্টারমারের লেবার পার্টি ৪১০টি আসনে জয়লাভ করেছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর, সমর্থকদের উদ্দেশে স্টারমার বলেন, আমাদের রাজনীতিকে জনসেবায় ফিরিয়ে আনতে হবে। রাজনীতির মাধ্যমে কল্যাণ সাধন সম্ভব। ব্রিটিশ জনগণের এই বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে, তিনি দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। ঐক্যবদ্ধ থাকার গুরুত্বও তুলে ধরেন তিনি।

বিবিসির খবরে জানানো হয়, লন্ডনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে স্টারমার বলেন, আপনাদের ধন্যবাদ। আপনারা আমাদের দেশ বদলে দিয়েছেন। লেবার সরকারের মূল লক্ষ্য হলো নতুন ধারণার মাধ্যমে দেশের ঐক্য ধরে রাখা।

কনজারভেটিভ পার্টি এবার মাত্র ১১৬টি আসনে জয় পেয়েছে, আর লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৭০টি আসন পেয়েছে। টানা ১৪ বছর পর ক্ষমতা হারিয়ে, বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে, যিনি ইতিমধ্যে পরাজয় মেনে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে অংশ নেয় ৯৮টি রাজনৈতিক দল, যার মধ্যে ৩৫টি দল মাত্র একজন প্রার্থী দেয়। ৪,৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, গড়ে প্রতিটি আসনে ৭ জন করে প্রার্থী ছিলেন। ৩১৭টি আসনে ৪৫৯ জন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকও প্রার্থী হন। লেবার পার্টির টিউলিপ সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে দ্বিগুণ ভোটে জিতেছেন। পপলার অ্যান্ড লাইমহাউস আসনে আপসানা বেগম ১৮,৫৩৫ ভোট পেয়ে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। রুশনারা আলী টানা পঞ্চমবারের মতো বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী হয়েছেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর