৫ জুলাই, ২০২৪ ১৬:০৩

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতাকে ছুরিকাঘাতের দায়ে ১৫ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার বিরোধী দলীয় নেতাকে ছুরিকাঘাতের দায়ে ১৫ বছরের কারাদণ্ড

লি জায়ে-মিয়ুং

দক্ষিণ কোরিয়ার তৎকালীন বিরোধীদলীয় নেতা লি জায়ে-মিয়ুংয়ের গলায় ছুরিকাঘাতের দায়ে এক ব্যক্তিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আঞ্চলিক আদালত। হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 

চলতি বছরের ১০ এপ্রিলের পার্লামেন্ট নির্বাচনের আগে এ আক্রমণ চালানো হয়। প্রসিকিউটররা অভিযুক্তের ২০ বছরের কারাদণ্ড চেয়েছিলেন।

 দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসানে এ হামলা চালানো হয়। সেখানকার পুলিশ জানিয়েছে, হামলাকারী লিকে হত্যা করতে চেয়েছিল, যাতে তিনি প্রেসিডেন্ট হতে না পারেন।

শুক্রবার বুসান জেলা আদালত এই হামলাটিকে দক্ষিণ কোরিয়ার নির্বাচন ব্যবস্থার জন্য ‘একটি গুরুতর চ্যালেঞ্জ’ বলে অভিহিত করেছে। আদালত বলেছে, এটি এমন একটি কাজ যা ‘মৌলিক উদার গণতান্ত্রিক নীতির উপর সামাজিক ঐকমত্য এবং আস্থাকে উল্লেখযোগ্যভাবে ধ্বংস করে।’

রায়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক মতামতের পার্থক্যের কারণে হামলাকারী দীর্ঘদিন ধরে লি'কে ঘৃণা করে আসছিলেন। তিনি আগে থেকেই তার ঘাড়ে ছুরি মারার অনুশীলন করেছিলেন এবং অন্তত পাঁচটি অনুষ্ঠানে তাকে অনুসরণ করেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর