শিরোনাম
৫ জুলাই, ২০২৪ ১৭:২৪

বাইডেন-ট্রাম্পের ওপর অধিকাংশ মার্কিন নাগরিকের আস্থা নেই : জরিপ

অনলাইন ডেস্ক

বাইডেন-ট্রাম্পের ওপর অধিকাংশ মার্কিন নাগরিকের আস্থা নেই : জরিপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

অধিকাংশ আমেরিকান বিশ্বাস করেন, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় গুণাবলীর অভাব রয়েছে। গ্যালাপ ইনস্টিটিউটের সর্বশেষ মতামত জরিপের ফলাফলে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২৭ জুন প্রকাশিত গ্যালাপের সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারী প্রাপ্তবয়স্কদের মধ্যে শতকরা ৬২ ভাগ মনে করেন বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার মতো যথাযোগ্য গুণাবলী নেই। একইভাবে, শতকরা ৫৩ ভাগ মনে করেন ট্রাম্পেরও প্রেসিডেন্ট হওয়ার মতো কোনো ব্যক্তিত্ব নেই।

যারা ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার গুণাবলী রয়েছে বলে বিশ্বাস করেন তাদের মধ্যে রয়েছেন শতকরা ৮৭ ভাগ রিপাবলিকান, ৪৩ ভাগ স্বাধীন এবং ১০ ভাগ ডেমোক্র্যাট। অন্যদিকে, যারা বাইডেনকে যোগ্য মনে করেন তাদের মধ্যে রয়েছেন শতকরা ৮১ ভাগ ডেমোক্র্যাট, ৩৫ ভাগ স্বাধীন এবং ৪ ভাগ রিপাবলিকান।

এই সমীক্ষার ফলাফল আমেরিকার সাধারণ জনগণের মধ্যে প্রেসিডেন্ট প্রার্থীদের প্রতি আস্থাহীনতার চিত্র তুলে ধরেছে। আসন্ন ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের নতুন নেতা নির্বাচিত করবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর