৯ জুলাই, ২০২৪ ১৪:৩৯

সন্তানদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার অনুমতি পেলেন না ইমরান খান

অনলাইন ডেস্ক

 সন্তানদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার অনুমতি পেলেন না ইমরান খান

সুলাইমান ইসা ও কাসিমের সঙ্গে ইমরান খান : ফাইল ছবি

যুক্তরাজ্যে বসবাসরত দুই ছেলে সুলাইমান ইসা ও কাসিমের সঙ্গে হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে রাওয়ালপিন্ডির একটি আদালত তার এই আবেদন খারিজ করে দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, ইমরান খান ও তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের দুই ছেলে লন্ডনে তাদের মায়ের সঙ্গে থাকেন। ইমরান খান গত বছরের সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন। আদালত তাকে মাসে দু’বার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি দিয়েছিল।

ইমরান খান বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন। কিছু দিন আগে তিনি কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন, যাতে তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহারের মাধ্যমে সপ্তাহে একবার সন্তানদের সঙ্গে কথা বলতে পারেন। তবে কারা কর্তৃপক্ষ এই আবেদন নাকচ করে দেয় এবং জানায়, আদালত শুধুমাত্র টেলিফোন ব্যবহারের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এখতিয়ার তাদের নেই। 

এরপর ইমরান খান রাওয়ালপিন্ডির সন্ত্রাসবাদবিরোধী আদালতে আপিল করেন, কিন্তু আদালত কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তই বহাল রাখে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর