৯ জুলাই, ২০২৪ ১৫:৫৬

হিজবুল্লাহসহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহসহ প্রতিরোধ অক্ষকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেন পেজেশকিয়ান

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আসন্ন প্রশাসনও পশ্চিম এশিয়া জুড়ে থাকা প্রতিরোধ অক্ষকে আন্তরিক সমর্থন দেবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের মূলনীতি অনুসারেই তিনি প্রতিরোধ অক্ষকে সব ধরনের সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে দেয়া বার্তায় পেজেশকিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংস্কারপন্থী হিসেবে পরিচিত পেজেশকিয়ান আগেই ইঙ্গিত দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি রাষ্ট্রীয় যেসব মূলনীতিকে প্রাধান্য দেন তিনি তার বিরোধিতা করবেন না। 

পেজেশকিয়ান এটাও উল্লেখ করেছেন, সব সময় প্রতিরোধ অক্ষ এবং ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে তার সরকারের পূর্ণ সমর্থন থাকবে। 

ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব ও অপরাধমূলক নীতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন পেজেশকিয়ান। ফিলিস্তিনি জনগণের প্রতি পূর্ণ সমর্থন দেয়ার কথাও জানিয়েছেন তিনি।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর