১১ জুলাই, ২০২৪ ১০:৩৭

ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর কোনো ভয় নেই: নাসরুল্লাহ

অনলাইন ডেস্ক

ইসরায়েলের সাথে যুদ্ধে হিজবুল্লাহর কোনো ভয় নেই: নাসরুল্লাহ

ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে হিজবুল্লাহর কোনো ভয় নেই। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এই ঘোষণা দিয়েছেন।

হিজবুল্লাহ মহাসচিব লেবাননে ইসরায়েলের সম্ভাব্য সব আক্রমণের শক্তিশালী প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।

বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার মোহাম্মদ নিয়ামেহ নাসেরের স্মরণসভায় নাসরুল্লাহ বলেছেন, ‌‘এই প্রতিরোধ যোদ্ধাদের কোনো ভয় নেই। (ইসরায়েলের) অধিকৃত অঞ্চলের ৩০ কিলোমিটার গভীর পর্যন্ত (হিজবুল্লাহর) চালানো অভিযানই এটা প্রমাণ করেছে। স্পর্শকাতর জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

ইসরায়েল লেবাননে পূর্ণাঙ্গ অভিযান শুরু করার হুমকি দিয়েছে। নাসরুল্লাহ বলেছেন, ‘আমরা গ্যালান্টের (ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী) বিবৃতি শুনেছি। যদি গাজায় যুদ্ধ বন্ধ হয়ে যায়, তবে লেবাননকে থামতে বলার দরকার পড়বে না। আমরা তাকে বলেছি, যদি ইসরাইল দক্ষিণে (লেবাননে) হামলা করে, আমরা আমাদের রক্ষা করবো। কোনো ধরনের আগ্রাসনই মেনে নেয়া হবে না।’

হিজবুল্লাহ প্রধান আরও বলেছেন, লেবানের যোদ্ধারা গাজায় শত্রুর (ইসরায়েলের) মনোযোগে বিঘ্ন ঘটাতে পেরেছে। নিশ্চিত করেছে যে, উত্তরের অধিকৃত অঞ্চলগুলো গাজার সাথে যুক্ত এবং উত্তরে শান্তির জন্য, "গাজার যুদ্ধ বন্ধ করতে হবে।"

তিনি বলেন, ইসরায়েলের ওপর অব্যাহত চাপের ফলে বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ দীর্ঘায়িত করা হচ্ছে। সেই সাধে অতি-গোঁড়া ইহুদিদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করার মতো ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হচ্ছে তারা। ফলে তাদের অভ্যন্তরীণ সামাজিক ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নাসরুল্লাহ আরও দাবি করেছেন, যদি গাজায় ইসরায়েলি বাহিনী জয় পায়, তবে তারা প্রথমদিকেই লেবাননের জন্য হুমকি হয়ে উঠবে। 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর