১২ জুলাই, ২০২৪ ১৬:০২

নেপালে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

অনলাইন ডেস্ক

নেপালে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

নেপালের বুদ্ধ এয়ারের একটি বিমান ৫৯ যাত্রী নিয়ে অবতরণের সময় রানওয়ে থেকে ‍ছিটকে গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

লুম্বিনি প্রদেশের একটি বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রূপানদেহি জেলা পুলিশের মুখপাত্র মনোহর প্রসাদ ভট্ট বলেছেন, বৃহস্পতিবার রাতে বিমানবন্দরের পূর্ব থেকে পশ্চিমে অবতরণের সময় লুম্বিনি প্রদেশের সিদ্ধার্থনগরের গৌতম বুদ্ধ বিমানবন্দরে কাদায় আটকে যাওয়ার পরে বুদ্ধ এয়ারের ৮০৫ নম্বর ফ্লাইটটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। 

তিনি বলেন, বিমান থেকে চার ক্রু সদস্যসহ ৫৯ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমানটি রানওয়েতে থাকায় বিমানবন্দরটি বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ জানিয়েছে। বুদ্ধ এয়ার ললিতপুরে অবস্থিত একটি বেসরকারি বিমান সংস্থা। এটি নেপালের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার পাশাপাশি ভারতে, প্রধানত বারাণসীতে আন্তর্জাতিক পরিষেবা দিয়ে থাকে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর