১৩ জুলাই, ২০২৪ ১৯:০৮

ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরে পেলেন ট্রাম্প

ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নিয়েই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে দিয়েছিলেন। এবার সেই পথেই হাঁটলো মেটা। তিন বছর পর ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়া হচ্ছে।

শুক্রবার ট্রাম্পের ওপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানায় মেটা কর্তৃপক্ষ। ২০২১ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকরা সহিংস হামলা চালায়। এরপরই ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে মেটা।

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল হিলে হামলা চালানোর পরদিনই ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ করা হয়, ট্রাম্পের ফেসবুক পোস্টে সহিংসতায় যুক্ত থাকা লোকজনের প্রশংসা করা হয়েছে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ট্রাম্পের অ্যাকাউন্ট আবার চালু করা হয়। তবে ভবিষ্যতে নীতিমালা লঙ্ঘনের হুমকির কারণে তার অ্যাকাউন্টের বিরুদ্ধে শাস্তি বর্ধিত করা হয়। সেই বর্ধিত শাস্তি গতকাল স্থগিত করেছে মেটা।

ফেসবুকে ট্রাম্পের ৩ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে।

 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর