১৫ জুলাই, ২০২৪ ২০:২৮

‘চীন বিশেষজ্ঞ’ বিক্রম মিশ্রি ভারতের নতুন পররাষ্ট্র সচিব

অনলাইন ডেস্ক

‘চীন বিশেষজ্ঞ’ বিক্রম মিশ্রি ভারতের নতুন পররাষ্ট্র সচিব

বিক্রম মিশ্রি

ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন অভিজ্ঞ কূটনীতিক বিক্রম মিশ্রি। তিনি পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার স্থলাভিষিক্ত হলেন।

সোমবার তাকে এ নিয়োগ দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রান্ধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, ‘আজ (সোমবার) পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিচ্ছেন বিক্রম মিশ্রি। তাকে পররাষ্ট্র দপ্তরে স্বাগত ও তার সাফল্য কামনা করছি।’

এর আগে বিক্রম মিশ্রি উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিন প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের বিরল গৌরব অর্জন করেছেন তিনি। এর আগে তিনি ইন্দর কুমার গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদির একান্ত সচিব ছিলেন। উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিক্রম। চীনের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি স্পেন ও মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। এর বাইরে বিভিন্ন মিশনেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিক্রম মিশ্রি ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৯ ব্যাচের একজন কর্মকর্তা।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর