১৫ জুলাই, ২০২৪ ২১:৪৮

ট্রাম্পের গোপন নথি মামলা খারিজ

অনলাইন ডেস্ক

ট্রাম্পের গোপন নথি মামলা খারিজ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে রাখার অভিযোগে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে। মামলা তদারককারী বিচারক এই সিদ্ধান্ত নেন।

সোমবার এক রায়ে মামলাটিই খারিজ করে দেন ফ্লোরিডা রাজ্যের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যালিন ক্যানন। তিনি বলেছেন, এই মামলা যিনি করেছিলেন, সেই বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগই সংবিধানসম্মত ছিল না।

প্রেসিডেন্ট বিশেষ কাউন্সেল-এর পদে স্মিথের নাম ঘোষণা করেননি কিংবা সিনেটও তার নিয়োগ নিশ্চিত করেনি। ফলে তার নিয়োগ বৈধ নয় এবং তা সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধির লঙ্ঘনও।

এই সিদ্ধান্তের ফলে সদ্য হত্যাচেষ্টা থেকে বেঁচে যাওয়া ট্রাম্প অনেকটা স্বস্তি পেলেন। এই মামলাটিকে ট্রাম্পের জন্য নির্বাচনের এই সময়ে সব আইনি হুমকির মধ্যে সবচেয়ে বিপজ্জনক হিসাবেই দেখা হচ্ছিল।


বিডি প্রতিদিন/এনএইচ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর