১৬ জুলাই, ২০২৪ ২০:১৮

কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ

অনলাইন ডেস্ক

কেনিয়ায় সরকারবিরোধী আন্দোলনে কাঁদানে গ্যাস নিক্ষেপ

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ। ফাইল ছবি

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়ায়। কোনওভাবেই থামছে না এই আন্দোলন। বিক্ষোভকারীরা এবার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করছেন। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

মূলত কেনিয়াজুড়েই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এরই মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

দেশটিতে একটি আর্থিক বিলকে কেন্দ্র করে গত মাসে তীব্র বিক্ষোভ শুরু হয়। সে সময় সংঘর্ষে কয়েক ডজন নিহত হয়। পরে ওই বিল বাতিল করে পুরো মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।

অব্যবস্থাপনা, দুর্নীতি ও বিক্ষোভকারীদের হত্যার জন্যই মূলত এখন রুটোর পদত্যাগ দাবি করা হচ্ছে।

বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভের বেশ কয়েক দিন পর মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে সরিয়ে দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো।

বিতর্কিত ওই বিলটি পাসের পরই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। সে সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়েই বিক্ষোভ হয়। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর