২৪ জুলাই, ২০২৪ ১৯:৪৫

জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক


জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস

কমলা হ্যারিস

দলীয় চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন জো বাইডেন। এরপর ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থিতার দৌড়ে সামনে চলে এসেছেন দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ইতিমধ্যে এক জরিপে ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি।

জনমত জরিপের ওপর ভিত্তি করে এক ফলাফল প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস। গত সোমবার ও গতকাল মঙ্গলবার এই জরিপ চালানো হয়। যেখানে কমলার প্রতি ৪৪ শতাংশ এবং ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে দলটির প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করা হয়। তার তিন দিন পর নির্বাচনি দৌড় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন বাইডেন। সেই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি নিজের সমর্থন জানিয়ে দেন তিনি।

এর আগে, ১৫ ও ১৬ জুলাই রয়টার্স/ইপসোসের এক জরিপে কমলা এবং ট্রাম্পের প্রতি ৪৪ শতাংশ ভোটার জনসমর্থন জানিয়েছিলেন। তার আগে ১ ও ২ জুলাইয়ের জরিপে ট্রাম্প কমলার চেয়ে মাত্র ১ শতাংশ ব্যবধানে এগিয়েছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর