২৫ জুলাই, ২০২৪ ১৮:১৫

কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন

অনলাইন ডেস্ক

কমলা হ্যারিসকে নিয়ে যা বললেন বাইডেন

এবার কমলা হ্যারিসকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর দেয়া প্রথম ভাষণে বাইডেন এই প্রশংসা করেন। 

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কেন কমলা হ্যারিসকে চান, তার ব্যাখ্যাও দিয়েছেন।

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে সংক্ষিপ্ত ভাষণে বাইডেন কমলা হ্যারিসকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‌‘তিনি অভিজ্ঞ, দক্ষ ও কড়া ধাঁচের মানুষ। কমলা আমার অসাধারণ সহযোগী ছিলেন। তিনি আমাদের দেশের একজন যোগ্য নেতা।’

নিজের সরে যাওয়া প্রসঙ্গে বাইডেন বলেছেন, ‘আমি গণতন্ত্রের পথে কোনো বিপদ আসতে দিতে চাই না বলে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পথ থেকে সরে যাচ্ছি।’

বাইডেন আরও বলেন, ‘আমি বারবার বলব, যুক্তরাষ্ট্রে ঘৃণা ও চরমপন্থীর কোনো স্থান নেই। আমি সুপ্রিম কোর্টের সংস্কারের কথা বলব। কারণ, এটা করা জরুরি।’


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর