২৬ জুলাই, ২০২৪ ১৬:১৭

সামরিক আদালতে স্থানান্তর ঠেকাতে হাইকোর্টে আবেদন ইমরান খানের

অনলাইন ডেস্ক

সামরিক আদালতে স্থানান্তর ঠেকাতে হাইকোর্টে আবেদন ইমরান খানের

ইমরান খান

কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান নির্বাচনকালীন কারাবন্দি থাকলেও তার দল সর্বোচ্চ আসন লাভ করেছে। কিন্তু বিচারের জন্য তাকে সামরিক আদালতে স্থানান্তর করা হতে পারে। এটা ঠেকাতে লাহোর হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার ইমরান খানের পিটিশনটি লাহোর হাইকোর্টে দাখিল করা হয়। পিটিশনে কেন্দ্রীয় সরকার এবং চার প্রদেশের সব কারা মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। আইনজীবী উজাইর কারামত এ পিটিশন দাখিল করেন।

ইমরান খানের গ্রেফতারের পর গত বছরের ৯ মে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি স্থাপনাসহ সেনাবাহিনীর স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইমরান খানকে ১২টি ফৌজদারি মামলায় রিমান্ডে নেওয়া হয়। এই পরিস্থিতিতে তিনি সামরিক আদালতে বিচারের সম্ভাবনা রোধে এ পিটিশন দায়ের করেছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ইমরান খানের জনপ্রিয়তা রোধ করতে তাকে কারাগারে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পিটিআই এককভাবে সর্বোচ্চ আসন পেয়েছে, যা তার ‘ব্যাপক রাজনৈতিক প্রভাব’-কে প্রমাণ করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর