২৯ জুলাই, ২০২৪ ২৩:৪৪

রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক

অনলাইন ডেস্ক

রাশিয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, আহত শতাধিক

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি লেভেলক্রসিংয়ে সোমবার যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১০০ জন আহত হয়েছে। ট্রেনটিতে ৮০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাকটি রেললাইনের পাশে পড়ে রয়েছে। সেই সঙ্গে ট্রেনের বেশ কয়েকটি বগিও পাশে পড়ে থাকতে দেখা যায়।

দক্ষিণ ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ বলেন, ট্রেনটি কাজান ও অ্যাডলার শহরের মধ্যে প্রায় ৮০০ যাত্রী নিয়ে যাচ্ছিল। এটি একটি ‘অরক্ষিত ক্রসিংয়ে’ ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে।

জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্রেন লাইনচ্যুত হওয়ার স্থানে জরুরি উদ্ধারকাজ চালানো হচ্ছে। ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে সাতটি উল্টে গেছে। আপাতত ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

বার্তা সংস্থা তাস জানিয়েছে, ১৫ শিশুসহ প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য ২২ জন অ্যাম্বুল্যান্স ক্রুকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


সূত্র : এএফপি


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর