৩১ জুলাই, ২০২৪ ১৪:২৪

ইসমাইল হানিয়ার ছেলের প্রতিজ্ঞা: মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক

ইসমাইল হানিয়ার ছেলের প্রতিজ্ঞা: মুক্তির সংগ্রাম অব্যাহত থাকবে

ইসমাইল হানিয়া

ইসমাইল হানিয়ার ছেলে আবদুল সালাম হানিয়া বলেছেন, তার পিতার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ শেষ করতে পারবে না।

তিনি বলেন, ‘আমার পিতা তার দেশপ্রেমের যাত্রায় চারবার হত্যার প্রচেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। আজ আল্লাহ তাকে সেই শহীদের আকাঙক্ষা কবুল করেছেন যা তিনি সবসময় কামনা করতেন।’

তরুণ হানিয়া বলেন, তিনি (ইসমাইল হানিয়া) জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় খুবই আগ্রহী ছিলেন এবং সমস্ত ফিলিস্তিনি দলগুলির মধ্যে ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আমরা নিশ্চিত করছি যে, এই হত্যাকাণ্ড প্রতিরোধকে বন্ধ করতে পারবে না। মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

৭ অক্টোবর থেকে হানিয়ার পরিবারের বহু সদস্য নিহত

হানিয়ার হত্যাকাণ্ডের আগে, গাজায় অবস্থানরত তার পরিবারের সদস্যদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল। জুন মাসে গাজার উত্তর শাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় তার পরিবারের ১০ জন সদস্য নিহত হন। তখন হামাস নেতা বলেছিলেন, অক্টোবর ৭ থেকে শুরু হওয়া যুদ্ধে তার পরিবারের ৬০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।

এপ্রিল মাসে, তার তিন পুত্র - হাজেম, আমির এবং মোহাম্মদ - গাজার শাতি শিবিরে একটি গাড়িতে বোমা হামলায় নিহত হন।

হামাসের তথ্য অনুযায়ী, ঐ হামলায় হানিয়ার চারজন নাতি-নাতনি, তিন মেয়ে ও এক ছেলে, নিহত হয়েছিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর