৩১ জুলাই, ২০২৪ ২২:১৯

গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

নিহত দুই সাংবাদিক

দখলদার ইসরায়েলর বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দুই সাংবাদিক। বুধবার গাজার আল শাতি ক্যাম্পে এই নৃশংসতা ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়েছে, তারা আলজাজিরা অ্যারাবিকের হয়ে কাজ করতেন। নিহত দুই সাংবাদিক হলেন প্রতিবেদক ইসমাইল আলঘোল এবং ক্যামেরাম্যান রামি আল রিফি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ সকালে নিহত হওয়া হামাস প্রধান ইসমাইল হানিয়ার পারিবারিক বাড়িতে গিয়েছিলেন তারা। সেখানে হানিয়ার বিধ্বস্ত বাড়ির পাশ থেকে খবর প্রকাশ করেন। এরপর যখন তারা ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেছে।

আলজাজিরার আরেক সাংবাদিক আনাস আল শরীফ গাজা থেকে জানিয়েছেন, তিনি একটি হাসপাতালে আছেন সেখানে তার দুই সহকর্মীর মরদেহ নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ১০ মাস ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যাদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। যদিও দখলদার সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর দোষ কখনো স্বীকার করে না।

সূত্র : আলজাজিরা ও টাইমস অব ইসরায়েল।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর