শিরোনাম
১ আগস্ট, ২০২৪ ১২:৩৩

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৮২, নিখোঁজ দুই শতাধিক

অনলাইন ডেস্ক

কেরালায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৮২, নিখোঁজ দুই শতাধিক

ভারতের কেরালায় ভূমিধসে মুন্ডাক্কাই জনবসতি এবং কাছাকাছি এলাকার দুটি গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা ২৮২ ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন ২২৭ জনের বেশি মানুষ।

লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ওয়েনাদ সফরে গেছে।

নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

পশ্চিমঘাট পর্বতের জঙ্গলঘেরা গোটা চারেক গ্রাম প্রায় নিশ্চিহ্ন। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নীচে। ‘ঈশ্বরের আপন দেশে’ প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

কেরালার ওয়েনাদের মেপ্পাদির কাছের পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। অঞ্চলটিতে ভারী বৃষ্টি অব্যাহত আছে। ওয়েনাডসহ রাজ্যের আটটি জেলায় আগামী কয়েক দিন আরও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর