শিরোনাম
১ আগস্ট, ২০২৪ ১৮:৫৯

মার্কিন কূটনীতিকের কড়া মন্তব্য: ভেনেজুয়েলার নির্বাচনে ‘মাদুরো পরাজিত’

অনলাইন ডেস্ক

মার্কিন কূটনীতিকের কড়া মন্তব্য: ভেনেজুয়েলার নির্বাচনে ‘মাদুরো পরাজিত’

নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়ার কাছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ব্যাপকভাবে পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষ মার্কিন কূটনীতিক ব্রায়ান নিকোলস। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলস বুধবার লাতিন আমেরিকার আঞ্চলিক সংস্থা অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) বৈঠকে এ কথা বলেন।

নিকোলস বলেন, ‘সিএনই ভোটের বিস্তারিত তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তাদের ফলাফল প্রকাশে বিলম্বের মানে একটাই, তারা জানে সত্যিকারের ফল প্রকাশ করলে গঞ্জালেজের জয় নিশ্চিত হবে। এটাই সত্যিকারের ফলাফল।’

নিকোলস আরও বলেন, এডমান্ডো গঞ্জালেজ ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন, আর মাদুরো পেয়েছেন ৩০ শতাংশ ভোট। এই ফলাফলের ভিত্তিতে গঞ্জালেজ লাখ লাখ ভোটে মাদুরোকে পরাজিত করেছেন।

এদিকে ভেনেজুয়েলার বিরোধীপক্ষ ইতিমধ্যে ভোটের ফলাফল–সংক্রান্ত হাজার হাজার নথি (অ্যাক্টাস) প্রকাশ করেছে, যা ভেনেজুয়েলার নাগরিকদের সত্যিকারের ভোটের প্রতিফলন বলে উল্লেখ করেন নিকোলস।

২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী সমাজতন্ত্রী মাদুরো। তার শাসনামলে দেশটির জিডিপি ৮০ শতাংশ কমে গেছে এবং ৭০ লাখের বেশি নাগরিক অন্য দেশে পাড়ি জমিয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর