শিরোনাম
১ আগস্ট, ২০২৪ ২০:৩০

ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, প্রতিশোধের ঘোষণা নাসরাল্লাহর

অনলাইন ডেস্ক

ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, প্রতিশোধের ঘোষণা নাসরাল্লাহর

নাসরুল্লাহর বক্তব্য শুনছেন লেবাননের বাসিন্দারা

হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরাল্লাহ বলেছেন, ‘ইসরায়েলিরা এখন খুশি হলেও তারা রেড লাইন অতিক্রম করেছে। তাদের এখন গাজা সমর্থনকারী সব ফ্রন্ট থেকে রাগ ও প্রতিশোধের জন্য প্রস্তুত থাকতে হবে।’

বৃহস্পতিবার এক ভাষণে নাসরাল্লাহ বলেন, ফুয়াদ শুকরকে ইসরায়েল বাহিনীর হত্যা করা মজদাল শামসের দ্রুজ শহরে রকেট হামলায় ১২ শিশু নিহত হওয়ার প্রতিক্রিয়া নয়। বরং এটি ইসরায়েলের একটি যুদ্ধঘোষণা। হিজবুল্লাহ গাজা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তার সমর্থনের জন্য মূল্য দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

শিয়া গ্রুপটি এখন সমর্থন পর্যায় অতিক্রম করেছে এবং নাসরাল্লাহ ঘোষণা করেছেন ‘সব ফ্রন্টে প্রকাশ্যে যুদ্ধ’ শুরু হয়েছে।

নাসরাল্লাহ আরও জানান, ইসরায়েলের সাথে যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে। তিনি পুনরায় উল্লেখ করেন, শনিবার উত্তর দ্রুজ গ্রামের মজদাল শামসে ফুটবল মাঠে ১২ শিশু নিহত হওয়ার রকেট হামলার জন্য হিজবুল্লাহ দায়ী নয়। তিনি বলেন, হিজবুল্লাহ বেসামরিক লোকদের হত্যা করার ভুল করলে তা স্বীকার করত।

নাসরাল্লাহ বিশ্বব্যাপী উত্তেজনা প্রশমনের যে আহ্বান করা হচ্ছে সেটাও উল্লেখ করেন।

উল্লেখ্য, হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর ও হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইসরায়েলি হামলায় নিহতের পর বিশ্বনেতারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর