শিরোনাম
১ আগস্ট, ২০২৪ ২১:২৬

কেরালায় ভয়াবহ পাহাড় ধস: উপগ্রহচিত্রে ধরা পড়ল বিশাল ধ্বংসযজ্ঞ

অনলাইন ডেস্ক

কেরালায় ভয়াবহ পাহাড় ধস:  উপগ্রহচিত্রে ধরা পড়ল বিশাল ধ্বংসযজ্ঞ

কেরালার ওয়েনাড়ে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ধরা পড়েছে ইসরোর উপগ্রহচিত্রে। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়েছে।

উপগ্রহচিত্রে দেখা যায়, ৮৬ হাজার বর্গমিটার এলাকা জুড়ে পাহাড় ধসে চারটি গ্রাম সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। এই এলাকা ১৩টি আন্তর্জাতিক ফুটবল মাঠের সমান।

গত ৩১ জুলাই ইসরোর রিস্যাট-২বি উপগ্রহের মাধ্যমে ওয়েনাড়ের ধসের ছবি বিশ্লেষণ করে জানা যায়, ধসে কাদামাটি, বড় পাথর, এবং গাছ পাহাড়ের ঢাল বেয়ে নেমে আট কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চালিয়ার নদীর একটি শাখায় গিয়ে পড়ে। এই ধসের গতিপথে চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

বিপর্যয়ের পরিসংখ্যান

সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উচ্চতায় হওয়া এই ধসের ফলে ২৭৬ জনের মৃত্যু হয়েছে এবং এখনও দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, মাত্র ৪৮ ঘণ্টায় ৫৭০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে এই ধসের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

প্রশাসনের প্রতিক্রিয়া

স্থানীয় প্রশাসনের মতে, হড়পা বানের স্রোত ধসের সঙ্গে মিশে আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে ধসের এলাকা দ্রুত বিস্তৃত হয়। এই ভয়াবহ ধসের পর এলাকাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকাজ ও সাহায্য কার্যক্রম চলছে, তবে নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর