১০ আগস্ট, ২০২৪ ১২:০৬

সতর্কতার পরই জাপানে ভূমিকম্প

অনলাইন ডেস্ক

সতর্কতার পরই জাপানে ভূমিকম্প

নতুন করে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। শুক্রবার (৯ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় আঘাত হানে।

বৃহস্পতিবার জাপান সরকার ইতিহাসে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগাকুয়াক (৮ মাত্রার উপরে) ভূমিকম্পের সতর্কতা জারি করে। এর একদিন পরই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী টোকিও।

দেশটির সরকার বিশেষ করে টোকিও, কানাগাওয়া, সাইতামা, ইয়ামানাসি এবং সিজোকাতে বড় ভূমিকম্পের সতর্কতা দেয়। তবে ভূমিকম্পের সঙ্গে সুনামির কোনো সতর্কতা দেওয়া হয়নি।

এদিকে, কম্পনের কারণে সাময়িকভাবে টোকিও মেট্রোর অন্তত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে দ্রুত সময়ের মধ্যে তারা আবার নিজেদের সেবা শুরু করে।


সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর