১৫ আগস্ট, ২০২৪ ১৬:১৬

বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সামজিয়ন শহরের দরজা খুলতে চলেছে। চীনের বেইজিংভিত্তিক কোরয়ো ট্যুরস জানিয়েছে, তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। 

বিভিন্ন ভ্রমণ কোম্পানি আশা প্রকাশ করছে, সামজিয়নের পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও শিগগিরই পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হতে পারে। 

উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া গিয়েছিল। এরপরে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেন। 

উল্লেখ্য, ২০২০ সাল থেকে কিম জং-উনের দেশটি আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। আরেকটি ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরস জানিয়েছে, আসছে শীত মৌসুম থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল

উত্তর কোরিয়া

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর