১৫ আগস্ট, ২০২৪ ২২:৩৯

ইউক্রেনের দাতব্য সংস্থায় দান করায় ১২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দাতব্য সংস্থায় দান করায় ১২ বছরের কারাদণ্ড

ইউক্রেনকে সমর্থনকারী একটি দাতব্য সংস্থায় ৫১ ডলার দান করায় রাষ্ট্রদ্রোহের দায়ে অপেশাদার ব্যালেরিনা কেসেনিয়া কারেলিনাকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত।

মার্কিন ও রাশিয়ার নাগরিকত্ব পাওয়া কারেলিনা গত সপ্তাহে রুদ্ধদ্বার আদালতে বিচার শেষে দোষী সাব্যস্ত হন। তিনি লস অ্যাঞ্জেলেসে বসবাস করছিলেন এবং ২০২১ সালে মার্কিন নাগরিকত্ব পান। গত জানুয়ারিতে মস্কো থেকে প্রায় ১৬০০ কিলোমিটার পূর্বে ইয়েকাতেরিনবুর্গ থেকে পারিবারিক সফরের সময় তাকে গ্রেফতার করা হয়।

ইয়েকাটারিনবুর্গের আদালত তাকে উচ্চ রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করে এবং তাকে একটি সাধারণ শাসন দণ্ডবিধিতে কারাদণ্ড দেয়। কারেলিনার বিরুদ্ধে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহকারী একটি ইউক্রেনীয় সংগঠনের জন্য অর্থ সংগ্রহের অভিযোগ করেছিল।

রাশিয়ার মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকাকালীন তিনি ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের প্রথম দিনে ৫১.৮০ ডলার স্থানান্তর করেছিলেন। এফএসবি ট্রান্সা আবিষ্কার করেছে বলে মনে করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর