১৬ আগস্ট, ২০২৪ ১৪:৫০

কুরস্ক অঞ্চলে শত শত রুশ সেনাকে বন্দীর দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

কুরস্ক অঞ্চলে শত শত রুশ সেনাকে বন্দীর দাবি ইউক্রেনের

সাঁজোয়া যান চলার একটি দৃশ্য

ইউক্রেনের একজন শীর্ষ উপদেষ্টা জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক অভিযানে ‘শত শত’ রুশ সৈন্যকে বন্দী করা হয়েছে। ইউক্রেনের সরকারের উপদেষ্টা ইউরি সাক বিবিসির নিউজডে প্রোগ্রামে বলেন, ‘এই বন্দীদের পরবর্তী সময়ে রাশিয়ায় আটক থাকা ইউক্রেনীয় বন্দীদের বিনিময়ে ব্যবহার করা হবে।’

সাক আরও জানান, এই অভিযানের অন্যতম কৌশলগত লক্ষ্য ছিল কুরস্ক অঞ্চলের বিমানঘাঁটিগুলোকে নিষ্ক্রিয় করা। ঘাঁটিগুলো থেকে শুধুমাত্র এই গ্রীষ্মে ২,০০০ এরও বেশি আক্রমণ পরিচালিত হয়েছে। সাক বলেন, ‘প্রস্তুতির ধাপগুলো আমরা প্রকাশ্যে আনিনি যা আমাদের সুবিধা দিয়েছে এবং এতে আমাদের অবস্থান শক্তিশালী হয়েছে।’

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে পোস্ট করা এক আপডেটে জানিয়েছে, তারা কুরস্ক সীমান্ত এলাকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর অবস্থানের ওপর সফল হামলা চালিয়েছে। রুশ বাহিনীর এমআই-২৮এনএম হেলিকপ্টার থেকে পরিচালিত এই হামলায় ইউক্রেনীয় সৈন্যদের মানবশক্তি, সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে, ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ওডেসা এবং পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়া থেকে উৎক্ষেপিত পাঁচটি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া রাশিয়া তিনটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা কৃষ্ণ সাগরের ওপর পাঁচটি ইউএভি এবং ক্রিমিয়ান উপদ্বীপের দিকে অগ্রসর হওয়া দুটি মানববিহীন নৌকা ধ্বংস করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর