শিরোনাম
১৬ আগস্ট, ২০২৪ ২০:৩১

ইসরায়েলকে যে কড়া বার্তা দিল হামাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলকে যে কড়া বার্তা দিল হামাস

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আবারও জোর দিয়েছে বলেছে, ইসরায়েলের সাথে যেকোনো সমঝোতার ক্ষেত্রে অবশ্যই গাজায় ব্যাপক পরিসরে যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং বন্দি বিনিময় চুক্তি নিশ্চিত করতে হবে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, চুক্তিটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রত্যাবর্তন এবং বিধ্বস্ত ভূখণ্ডের পুনর্গঠনকেও সহজতর করবে।

হামাস কর্মকর্তা হোসাম বদরান বিবৃতিতে বলেছেন, ‌‘হামাস গাজায় আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের বিষয়ে দোহায় চলমান আলোচনাকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে। হামাস বিশ্বাস করে যেকোন আলোচনা অবশ্যই একটি সুস্পষ্ট পরিকল্পনার উপর ভিত্তি করে হতে হবে যা পূর্বে সম্মত হয়েছিল।’

তিনি বলেন, ‘যেকোনো চুক্তিতে অবশ্যই একটি বৃহৎ পরিসরের যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ (ইসরায়েলি সেনা) প্রত্যাহার, (এবং) বাস্তুচ্যুতদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময় চুক্তি করতে হবে।’

হামাসের বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো আলোচনা অবশ্যই বিদ্যমান চুক্তি বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা ভিত্তিক হতে হবে, যা জুলাইয়ের প্রথম দিকে সম্মত হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও চুক্তিটি বহাল ছিল।

বিবৃতিটি এমন সময় এসেছে যখন দোহায় একটি নতুন যুদ্ধবিরতি আলোচনা চলছে। যেখানে হামাস অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

গোষ্ঠীটি মধ্যস্থতাকারীদের অনুরোধ করেছে জাতিসংঘ-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার পরিবর্তে একটি নতুন বিষয়ে আরও আলোচনা না করতে। হামাস বারবার একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য তৎপরতা প্রকাশ করেছে। কিন্তু বলেছে, গাজায় ইসরায়েলের ক্রমাগত গণহত্যা প্রমাণ করে যে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতি সম্পর্কে সিরিয়াস নয়।

হামাসের কর্মকর্তা আহমেদ আবদুল হাদি বুধবার বলেছেন, তারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি সরকারের সাথে নতুন আলোচনায় অংশ নেবে না।

হাদির পাশাপাশি, হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরিও একই দিনে রয়টার্সকে বলেছিলেন, ‘হামাস ২ জুলাই যে প্রস্তাব পেশ করেছে তাতে প্রতিশ্রুতিবদ্ধ। যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং বাইডেনের বক্তৃতা এবং হামাসের দাবির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। অবিলম্বে এটি বাস্তবায়নের জন্য একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার জন্য প্রস্তুত।’

জুহরি বলেন, ‘নতুন আলোচনায় যাওয়া দখলদারকে নতুন শর্ত আরোপ করতে এবং আলোচনার গোলকধাঁধাকে আরো গণহত্যা চালানোর পথ খুলে দেয়।’

 


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর