শিরোনাম
১৬ আগস্ট, ২০২৪ ২০:৫৫

যুদ্ধবিরতির আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: যৌথ বিবৃতি

অনলাইন ডেস্ক

 যুদ্ধবিরতির আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে: যৌথ বিবৃতি

কাতারের দোহায় অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা নিয়ে কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এতে বলা হয়েছে, আলোচনা ‘গুরুত্বপূর্ণ ও গঠনমূলক’ ছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমাতে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এটা প্রেসিডেন্ট বাইডেনের মে মাসে প্রস্তাবিত পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলো কায়রোতে পরবর্তী সপ্তাহের মধ্যে পুনরায় বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছে। ওই সময় দোহায় আলোচনা করা শর্তাবলীর ভিত্তিতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে।

যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আর সময় নষ্ট করার সুযোগ নেই এবং কোনো পক্ষের পক্ষেই আর কোনো দেরি গ্রহণযোগ্য নয়।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর