শিরোনাম
১৬ আগস্ট, ২০২৪ ২১:০৪

কাতারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পেলেন সিআইএ অ্যাওয়ার্ড

অনলাইন ডেস্ক

কাতারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পেলেন সিআইএ অ্যাওয়ার্ড

কাতারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি

কাতারের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফি সম্প্রতি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ থেকে একটি পদক লাভ করেছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সাথে কাতারের গোয়েন্দা সহযোগিতা জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

সিআইএ পরিচালক বিল বার্নস এই সপ্তাহের শুরুর দিকে আল-খুলাইফিকে জর্জ টেনেট পদক প্রদান করেন। এটা তার জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
এই পদক দেওয়ার পেছনে তার ব্যতিক্রমী সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও কাতারের স্বার্থ ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টার ভূমিকাও অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।

কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের মিত্র এবং মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে উভয় দেশের ঘনিষ্ঠ সহযোগিতার অংশ হিসেবে কাতার সিআইএর সাথে নিবিড়ভাবে কাজ করছে।

কাতারে অবস্থিত আল-উদেইদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীও অবস্থান করছে। এটা উভয় দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর