১৭ আগস্ট, ২০২৪ ১০:৫৮

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

অনলাইন ডেস্ক

ইয়েমেনে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

আবিয়ান প্রদেশে ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল সদস্যদের টহল

ইয়েমেনের আবিয়ান প্রদেশে একটি মিলিটারি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন।

ইয়েমেনের সেনাবাহিনীর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব এ তথ্য জানিয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলার একটি মিলিটারি চেকপোস্টে এই হামলা হয়। হামলাকারী একটি গাড়ি চালিয়ে চেকপোস্টের সামনে এসে তাতে বিস্ফোরণ ঘটায়।

আল কায়দার আরব উপদ্বীপ শাখা আল কায়দা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এই হামলার দায় স্বীকার করেছে। 

এর আগে গত মার্চেও সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে বোমা হামলা করেছিল একিউএপি। এতে ২ সেনা সদস্য নিহত হয়েছিলেন।

২০০৯ সালে আল কায়দার আরব উপদ্বীপের এই শাখাটি গঠিত হয়েছিল। ২০১৫ সালে ইয়েমেনে সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত শুরু হলে এরা শক্তিশালী হতে শুরু করে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। সূত্র: আল-জাজিরা

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর