১৯ আগস্ট, ২০২৪ ০৫:৫৪

ইলন মাস্ক রমজান কাদিরভকে সাইবারট্রাক দিয়েছেন?

অনলাইন ডেস্ক

ইলন মাস্ক রমজান কাদিরভকে সাইবারট্রাক দিয়েছেন?

চেচেন নেতা রমজান কাদিরভ এবার এক নতুন কাণ্ড ঘটিয়েছেন। দিয়েছেন এক নতুন খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আলোচনায় কাদিরভ। চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট শনিবার এক ভিডিও পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে তাকে দেখা গেছে একটি টেসলা সাইবারট্রাক চালাতে। গাড়ির ওপরের অংশে ট্যাংকের মতো করে একটি মেশিনগান বসানো। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।

কাদিরভ তার পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। তিনি মাস্ককে 'আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা' হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, 'আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।'

চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর দুই দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে।

এপ্রিলে তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে।

অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ভূখণ্ডে এক অপ্রত্যাশিত অভিযান চালাচ্ছে।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর