২০ আগস্ট, ২০২৪ ০২:৫০

উগান্ডায় আবর্জনার পাহাড় ধসে নিহত ৩৫

অনলাইন ডেস্ক

উগান্ডায় আবর্জনার পাহাড় ধসে নিহত ৩৫

উগান্ডার রাজধানী কাম্পালায় গত সপ্তাহে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা ৩৫-এ পৌঁছেছে। তাদের মধ্যে ১২ জন বয়সে নবীন, উগান্ডার পুলিশ এ তথ্য জানিয়েছে।

গতসপ্তাহে কাম্পালার উপকণ্ঠে একটি আবর্জনার পাহাড়ের বড় অংশ ভেঙে পড়ে। আবর্জনা ফেলার স্থানটির পাশেই কয়েক ডজন ঘরবাড়ি ছিল। সেখানে বেশ কয়েকজন ঘুমন্ত মানুষ আবর্জনার চাপে পড়ে প্রাণ হারান।

গত বুধবার অবধি নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেসময় পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে, কিছু মরদেহের অবস্থা এমন হয়েছে যে, সেগুলোকে আর শনাক্ত করা যাচ্ছে না।

পূর্ব আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটলো। সেখানে মাত্রাতিরিক্ত বন্যার কারণে ক্ষতির মাত্রাও বেড়েছে।

কাম্পালার একমাত্র ময়লার ভাগাড়টির আশেপাশের মানুষ অনেকদিন ধরেই সেখানে বিপজ্জনক আবর্জনা ফেলা হয় বলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিযোগ করে আসছিলেন।

আফ্রিকায় এর আগেও আবর্জনার বড় স্তূপ ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে ইথিওপিয়ার এরকম এক ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়। সূত্র : ডয়চে ভেলে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর