শিরোনাম
২৩ আগস্ট, ২০২৪ ১২:০৪

নিরাপদ হোয়াটসঅ্যাপ ব্যবহার: সাইবার অপরাধ থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

অনলাইন ডেস্ক

নিরাপদ হোয়াটসঅ্যাপ ব্যবহার: সাইবার অপরাধ থেকে নিজেকে যেভাবে রক্ষা করবেন

অডিও ও ভিডিও কলের সুবিধা থাকায় হোয়াটসঅ্যাপ এখন শুধু বার্তা বিনিময়ের মাধ্যম নয়; এটি ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজেও নিয়মিত ব্যবহৃত হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হোয়াটসঅ্যাপেই থেকে যায়, যা সাইবার হামলার ঝুঁকি তৈরি করে। সাইবার অপরাধ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে নিরাপদ রাখার কিছু কার্যকর কৌশল নিচে তুলে ধরা হলো:

ভেরিফিকেশন কোড ও ওটিপি গোপন রাখুন:
হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন কোড এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) অন্যদের সঙ্গে ভাগাভাগি করা থেকে বিরত থাকুন। কারণ, এই তথ্যগুলি ব্যবহার করে সাইবার অপরাধীরা সহজেই আপনার অ্যাকাউন্টের দখল নিতে পারে।

টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন:
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি চালু করতে হোয়াটসঅ্যাপের মেনুতে গিয়ে ‘সেটিংস’ থেকে ‘অ্যাকাউন্ট’ অপশনটি নির্বাচন করুন। এরপর ‘টু স্টেপ ভেরিফিকেশন’ এ গিয়ে ‘টার্ন অন’ নির্বাচন করে ছয় সংখ্যার পাসওয়ার্ড ও ইমেইল ঠিকানা প্রদান করুন।

অপরিচিত লিংকে ক্লিক করবেন না:  
সাইবার অপরাধীরা ক্ষতিকর লিংক পাঠাতে পারে বার্তা, ই-মেইল, বা এসএমএসের মাধ্যমে। সেগুলো যাচাই না করে ক্লিক করা থেকে বিরত থাকুন, কারণ এতে ম্যালওয়্যার আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহার থেকে বিরত থাকুন:
পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সাইবার অপরাধীরা আপনার তথ্য চুরি করতে পারে। তাই সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাই ব্যবহার না করাই ভালো। প্রয়োজনে ভিপিএন চালু করে ব্যবহার করতে পারেন।

অ্যাপ হালনাগাদ রাখুন:  
সবসময় হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন, কারণ হালনাগাদ সংস্করণে আগের নিরাপত্তা ত্রুটিগুলো সমাধান করা হয়।

স্ক্রিন লক ব্যবহার করুন:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করলে স্ক্রিন লক সুবিধা ব্যবহার করুন। এতে আপনার অ্যাকাউন্টের তথ্য সুরক্ষিত থাকবে এবং অন্য ব্যবহারকারীরা তা দেখতে পারবে না।

এই সহজ কৌশলগুলো অনুসরণ করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং সাইবার হামলার ঝুঁকি কমবে।
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর