রাশিয়ায় ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। কামচাটকা উপদ্বীপের কাছে হেলিকপ্টারটি নিখোঁজ হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আরোহীদের মধ্যে অধিকাংশই পর্যটক।
কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এমআই-৮ হেলিকপ্টারটি শনিবার নিখোঁজ হয়। এসময় কপ্টারটিতে ১৯ যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন।
হেলিকপ্টারে উদ্ধারকারী দলগুলো নিখোঁজ বিমানটির জন্য রাতের দিকে অনুসন্ধান করছিল।এমআই-৮ একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার। এটি ১৯৬০-এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয়।
হেলিকপ্টারটি বন্য ল্যান্ডস্কেপ এবং সক্রিয় আগ্নেয়গিরির জন্য পরিচিত উপদ্বীপের একটি মনোরম এলাকায় ভাচকাজেক প্রাচীন আগ্নেয়গিরির কাছে যাত্রীদের তুলে নিয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখান থেকে এটি আরও পূর্বে নিকোলায়েভকা গ্রামে যাচ্ছিল, প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব।
বিডি প্রতিদিন/নাজমুল