৩ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:০১

৩৩ বছর পর বাগদাদে পুনরায় দূতাবাস খুলল সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক

৩৩ বছর পর বাগদাদে পুনরায় দূতাবাস খুলল সুইজারল্যান্ড

ইরাকের রাজধানী বাগদাদে ৩৩ বছর পর পুনরায় নিজেদের দূতাবাস চালু করছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের পর দেশটিতে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছিল সুইজারল্যান্ড। এতদিন পর আবার বাগদাদে দূতাবাস খোলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ৩৩ বছর পর মঙ্গলবার ইরাকের রাজধানী বাগদাদে পুনরায় দূতাবাস খোলা হচ্ছে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের কারণে সুইজারল্যান্ড তাদের দূতাবাস বন্ধ করে কর্মীদের ফিরিয়ে নিয়েছিল।

দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে ইরাকের মতো জনবহুল দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক, নিরাপত্তা এবং অভিবাসন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্য নিয়েছে সুইস ফেডারেল কাউন্সিল।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর