৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১২

আবারও রাত দখল করবেন পশ্চিমবঙ্গের নারীরা

অনলাইন ডেস্ক

আবারও রাত দখল করবেন পশ্চিমবঙ্গের নারীরা

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আবারও রাত দখল করবেন পশ্চিমবঙ্গের নারীরা। এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনার এক মাসের মাথায় নতুন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। গত ১৪ অগস্ট রাতে রিমঝিম সিংহের ডাকে মেয়েরা পথে নেমেছিলেন। পা মিলিয়েছিলেন পুরুষেরাও। সেই রিমঝিমদের ডাকেই আবার রাত দখল করতে নামবেন মেয়েরা। মূলত সংস্কৃতি জগতের মানুষদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা ভারত। ‘বিচার চাই’, দাবি তুলে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে খ্যাতনামীরা। প্রায় প্রতি দিনই কোনও না কোনও প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। কলকাতার রাজপথ দখল করছেন আন্দোলনকারীরা। আরজি কর-কাণ্ডের পর ১৪ অগস্ট ‘রাত দখলের কর্মসূচি’র ডাক দিয়েছিলেন ‘মেয়েদের রাত দখল করো, দিন বদল করো’ মঞ্চের রিমঝিমেরা। সেই ডাকে প্রচুর মানুষ পথে নেমেছিলেন। কলকাতা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মেয়েরা ‘রাত দখলে’ নেমেছিলেন। সেই কর্মসূচির আহ্বায়কেরা এ বার নতুন কর্মসূচির কথা জানালেন।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে রিমঝিমেরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর রাতে সকলে পথে নামবেন আবার। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর’। এই কর্মসূচির কথা বলতে গিয়ে রিমঝিমেরা সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির উল্লেখ করেছেন। তারা জানান, গুপী গাইন যেমন রাজার ঘুম ভাঙিয়েছিলেন, সে ভাবেই শাসকদের ঘুম ভাঙাতে চান। সাংস্কৃতিক আঙ্গিকে রাত দখল হবে বলেও জানান রিমঝিমেরা। গানের দল, নাচের দল, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তিত্বকে এই কর্মসূচিতে আহ্বান জানানো হয়েছে।

গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুম থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়। তার পর কেটে গেছে ২৫ দিনের বেশি। সিবিআই তদন্ত করছে। আগামী ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। ঠিক তার আগের রাতেই পথে নামবেন আন্দোলনকারীরা।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর