দখলদার ইসরায়েল নিপীড়িত ফিলিস্তিনিদের ওপর এখনো বর্বরতা চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ গাজায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনকে অপমান করা হয়েছে। আর সেই সময় অলসভাবে বসে আছেন মুসলিম বিশ্বের নেতারা। এমন দাবি করেই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি আরব নেতাদের কঠোর সমালোচনা করেছেন।
হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ‘আরব দেশগুলি এই বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়েই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকের অপরাধ, মসজিদে অগ্নিসংযোগ এবং পবিত্র কোরআনের অসম্মান বসে বসে দেখছে।’
তিনি সতর্ক করে দিয়েছেন, মুসলিমরা তাদের মর্যাদা এবং স্বাধীনতা হারাবে যদি তারা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে। হুথি নেতা বলেছেন, ‘কিছু আরব দেশ এবং সরকার ইহুদিবাদী শত্রুকে সন্তুষ্ট করার চেষ্টা করে এবং তাদের সুরক্ষার বিনিময়ে ছাড় দেয়। এই আরব শাসনব্যবস্থা শত্রুদের জন্য যতই উপকারী হোক না কেন, তাদের আর প্রয়োজন না হলে তাদের বাতিল করা হবে।’এই হুথি নেতা আরও বলেছেন, গাজাবাসী ইসরায়েলের নৃশংস আক্রমণ এবং একটি গণহত্যামূলক যুদ্ধ সহ্য করছে, যা অমুসলিম দেশগুলিতে মানুষের বিবেককে আলোড়িত করেছে।
হুথি বলেছে, ‘গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের আক্রমণের মুখে সমস্ত মুসলমানের নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব রয়েছে। ইহুদিবাদী শত্রুর সাথে কিছু আরব শাসকগোষ্ঠীর যোগসাজশ এবং তেল আবিব সরকারের কাছে তাদের আত্মসমর্পণ যে কারো জানা হয়ে গেছে। এটা খুবই অবমাননাকর,”।
হুথি নেতা আরো দুঃখ প্রকাশ করেছেন, মুসলিম বিশ্বের অনেক জাতি এবং সরকার জিহাদের চেতনা প্রায় হারিয়ে ফেলেছে। তিনি সতর্ক করেছেন, এই ধরনের অলসতা তাদের ইসলামী দায়িত্ব পালনে বাধা দেয় এবং ভয়ানক বিপদ ডেকে আনে।
হুথি আরও সতর্ক করেছে যে মুনাফিকরা মুসলিমদের জিহাদে নামতে নিরুৎসাহিত করার চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/নাজমুল