৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০৪

আফগানি মুদ্রার উত্থান: বিশ্বব্যাংকের পূর্বাভাস ভুল প্রমাণিত

অনলাইন ডেস্ক

আফগানি মুদ্রার উত্থান: বিশ্বব্যাংকের পূর্বাভাস ভুল প্রমাণিত

বিশ্বের অনেক দেশের মুদ্রার মান ডলারের বিপরীতে কমতির দিকে থাকলেও আফগানিস্তানের মুদ্রা আফগানি ডলারের বিপরীতে গত এক বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত এক বছরে আফগানি মুদ্রার মান ডলারের বিপরীতে ১৭.২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর আরও ১৪৯টি নতুন প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় এবং আর্থিক সেবার লাইসেন্স দেওয়া হয়েছে। ফলে আফগানিস্তানের মোট আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১,৭৮০। এছাড়াও পুরোনো ৭ বিলিয়নের বেশি আফগানি মুদ্রা সংগ্রহ করে তা নতুন মুদ্রায় পরিবর্তন করা হয়েছে, যা মুদ্রার স্থিতিশীলতায় ভূমিকা রেখেছে।

বিশ্বব্যাংক এ বছরের শুরুতে আশঙ্কা করেছিল, আফগানিস্তানের মুদ্রার মান বড় বড় আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে কমতে পারে। কিন্তু সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে, কারণ আফগান মুদ্রার মান উল্টো বেড়েছে।

তবে মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের সার্বিক অর্থনৈতিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। বেকারত্বের হার এখনো বেশি, এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় উন্নতির লক্ষণ তেমন দেখা যাচ্ছে না। অর্থনীতির গভীর সংকট নিরসনের জন্য মুদ্রার মান বাড়ানো যথেষ্ট নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

বর্তমানে আফগানিস্তানে ১ মার্কিন ডলার বিনিময় করা হচ্ছে ৭০.২ আফগানিতে। তালেবান সরকার ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে আর্থিক খাতের দিকে বিশেষ নজর দিয়েছে, যার ফলে মুদ্রার মানে ইতিবাচক পরিবর্তন এসেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর