৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:৩৮

বুর্জ আজিজি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার

অনলাইন ডেস্ক

বুর্জ আজিজি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার

বুর্জ আজিজি

বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী অট্টালিকার শহরে বাস করেন দুবাইয়ের বাসিন্দারা। আরব আমিরাতের বেসরকারি রিয়েল এস্টেট ডেভেলপার আজিজি ডেভেলপমেন্টস বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন ‘বুর্জ আজিজি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বুর্জ আজিজির লেভেল ১১-এ সর্বোচ্চ হোটেল লবি, লেভেল ১২৬-এ সর্বোচ্চ নাইটক্লাব, ১৩০-এ পর্যবেক্ষণ ডেকসহ বেশ কয়েকটি বিশ্ব রেকর্ড স্থাপন করবে। আজিজি ডেভেলপমেন্টস বুর্জ আজিজির উচ্চতা প্রকাশ করেছে, যা দুবাইয়ের শেখ জায়েদ রোডে একটি প্রধান জমিতে অবস্থিত। এটি ৭২৫ মিটার লম্বা হবে, এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবনে পরিণত হবে।

প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে, এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। এটি দুবাইয়ের শেখ জায়েদ রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে হবে। দুবাইয়ের রিয়েল এস্টেট ফার্ম আজিজি ডেভেলপমেন্টস এ ঘোষণা দেয়।

১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বুর্জ আজিজি আগামী চার বছরের মধ্যে ২০২৮ সালে শেষ হবে বলে আশা প্রকাশ করেছে রিয়েল এস্টেট কোম্পানিটি। ভবনটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, পেন্টহাউস, একটি ৭ তারকা হোটেল, শপিং মল, বিলাসবহুল ফাইন ডাইনিং রেস্তোঁরা এবং দুবাইয়ের দৃশ্য দেখার জন্য একটি পর্যবেক্ষণ ডেক থাকবে।

দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অঞ্চলে শেখ জায়েদ রোডে অবস্থিত বুর্জ আজিজি ২ হাজার ৭১৭ ফুট লম্বা বুর্জ খলিফার চেয়ে প্রায় ৩৪০ ফুট ছোট হবে। ভবন দুটি দুই মাইলেরও কম দূরে দাঁড়িয়ে থাকবে। তবে এটি শহরের দ্বিতীয় সর্বোচ্চ খেতাবের স্থানীয় প্রতিযোগীকে সহজেই পরাজিত করবে। 

বর্তমানে দুবাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মেরিনা ১ হাজার ৩৯৪ ফুট। এটি বর্তমান বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মালয়েশিয়ার মারদেকা ১১৮ (২২২৭ ফুট) কে ছাড়িয়ে যাবে। এরই মধ্যে বুর্জ আজিজি প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ১৬০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর