১০ সেপ্টেম্বর, ২০২৪ ২০:০৫

জার্মানিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

অনলাইন ডেস্ক

জার্মানিতে তিন বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি

প্রতীকী ছবি

ইউরোপের দেশ জার্মানিতে মূল্যস্ফীতি কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। চলতি বছরের আগস্ট মাসে মূল্যস্ফীতিতে ব্যাপক এই উন্নতি হয় দেশটিতে। এই পরিস্থিতিতে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পদক্ষেপ সহজ হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, আগস্টে জার্মানির মূল্যস্ফীতি কমে ২ দশমিক শূন্য শতাংশ হয়েছে, যা ২০২১ সালের জুনের পর সর্বনিম্ন। এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে জ্বালানির দাম।

চলতি বছরের জুলাইতে জার্মানির ভোক্তামূল্য বার্ষিকভিত্তিতে বাড়ে ২ দশমিক ৬ শতাংশ।

তাছাড়া আগস্টে জার্মানির কোর মূল্যস্ফীতি কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়, যা আগের মাসে ছিল ২ দশমিক ৯ শতাংশ।

চলতি বছরের আগস্টে জার্মানিতে জ্বালানির দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ কমেছে।

যদিও টানা পঞ্চমবারের মতো খাদ্যপণ্যের দাম বেড়েছে। এক বছর আগের একই সময়ের তুলনায় খাদ্যের দাম আগস্টে বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর