শিরোনাম
১২ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:০১

গাজায় বিমান হামলায় ৬ জাতিসংঘ কর্মী নিহত

অনলাইন ডেস্ক

গাজায় বিমান হামলায় ৬ জাতিসংঘ কর্মী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবরে হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরুর হওয়ার পর এটাই একদিনে জাতিসংঘের সর্বোচ্চ কর্মীর নিহত হওয়ার ঘটনা। 

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বুধবার নুসাইরাত শরণার্থী শিবিরের আল-জাউনি স্কুলে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন। স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের বিমান বাহিনী হামাসের একটি কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে হামলা চলিয়েছে। তাদের দাবি,  ওই কম্পাউন্ডটি ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়েছিল। যদিও এর পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দখলদার বাহিনী।


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর